বিনোদনসাহিত্য ও বিনোদন

” রিদিকা ” হয়ে আসছে সাবিলা নুর!

আগামী ঈদের জন্য নতুন কোন চ্যালেন্জিং কাজ নিয়ে আসছেন এই সময়ের জনপ্রিয় মুখ সাবিলা নুর। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায়, রিদিকা চরিত্র নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। তিনি সেখানে উল্লেখ করেছেন।

‘‘রিদিকার গল্পটা খুব রেয়ার। ওয়ান ইন এ মিলিয়ন! সেই রিদিকার গল্পটাই তোমাকে বলব | ফুলের পাপড়ির মত সুন্দর, কোমল, শরতের আকাশের মত স্নিগ্ধ,মায়াবী আমার রিদিকা। কিন্তু সেই রিদিকায় হঠাৎ যেন অস্বাভাবিক, নিয়ন্ত্রহীন, হিংস্র! আমার যেন খুব অপরিচিত | আমার খুব প্রিয়, খুব আদরের রিদিকা!’’

‘রিদিকা’-তে সাবিলার বিপরীতে দেখা যাবে ইয়াশ রোহানকে।

‘রিদিকা’ এর গল্পভাবনাও সাবিলার নিজের। যেটি পরিচালনায় রয়েছেন মাহমুদুর রহমান হিমি।

এ বিষয়ে সাবিলা বলেন, ‘রিদিকা’ চরিত্রটি আমাদের চারপাশেই রয়েছে কিন্তু এই চরিত্রটির খোঁজ নেওয়া হয় না কিংবা পাশে থাকা হয় না। যখন কোন একটা অঘটন ঘটে যায়, তখনই হয়তো আমাদের সবার টনক নড়ে। এরকমই একটি চরিত্র ঘিরে নির্মিত হচ্ছে নাটকটি।

‘রিদিকা’-তে সাবিলার বিপরীতে দেখা যাবে ইয়াশ রোহানকে।

অভিনেত্রী বলেন, বলেন, ‘একটা সময়ে ‘এই ফেইজটা’ আমিও পার করেছি। আমার মধ্য দিয়েও এই সময়টা গিয়েছে। আমার ভাগ্য ভাল ছিল যার কারণে তখন আমার পাশে আমার পরিবার থেকে শুরু করে অনেককেই পাশে পেয়েছি কিন্তু এরকম অনেকেই আছে যারা কিনা কাউকেই পাশে পায়নি এর পরে একটা অঘটন ঘটে গিয়েছে। বলা যায়, আমার নিজের জীবন থেকেই গল্পটা অনুপ্রাণিত। আমার সঙ্গে খুব সিভিয়ার কিছু হয়নি কিন্তু অনেকের সঙ্গেই হয়তো হয়েছে, আর সিভিয়ার হলে সেক্ষেত্রে কি হতে পারতো সেসব এখানে তুলে আনার চেষ্টা করছি। এটা সবার জন্য একটা বার্তা হতে পারে। আর সেই কারণেই এই গল্পটাকে সবার সামনে তুলে ধরতে চেয়েছি।’

‘রিদিকা’-তে সাবিলার বিপরীতে দেখা যাবে ইয়াশ রোহানকে।

Related Articles

Leave a Reply

Back to top button