আন্তর্জাতিক

ভারতের নাগরিকত্ব আইন: বিক্ষোভের সাথে বাড়ছে প্রাণহানি

নয়া নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে ভারতজুড়ে। সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। ভারতের উত্তর প্রদেশে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। এরইমাঝে, উত্তরপ্রদেশে আজ প্রতিনিধি দল পাঠাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ। বিক্ষোভ ছড়িয়েছে কানপুর, রামপুরসহ বিহারে। পুলিশ- জনতা সংঘর্ষ হয়েছে। সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে প্রতিবাদকারীরা। ভাংচুরে হয়েছে বহু সরকারি গাড়ি। বিক্ষোভ চলছে তামিলনাড়– এবং কেরালাতেও।

এদিকে, উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়েছে। নিহতদের স্বজনদের সাথে আজ দেখা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ববন্দ্যোপধ্যায়ের পাঠানো চার সদস্যের প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে বিক্ষোভ অব্যাহত রেখেছেন যাদবপুর, কলকাতা, প্রেসিডেন্সি, বিশ্বভারতী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

অপরদিকে, আইনের সমর্থনে বিবৃতি দিয়েছেন প্রায় ১১’শ শিক্ষাবিদ। তারা বলছেন, নতুন এই আইন ভারতের নাগরিকত্বের সাথে সাংঘর্ষিক নয়।

Related Articles

Leave a Reply

Back to top button