জাতীয়

এখনো আছে শীত, সোমবার থেকে বাড়বে তাপমাত্রা

সোমবার সকাল থেকেই তাপমাত্রা বাড়বে। তবে আবহাওয়া আফিস বলছে, এখনই কমছে না ঠান্ডার তীব্রতা। এদিকে গেল কয়েক দিনের শীতে কষ্টে দিন পার করছে খেটে খাওয়া ছিন্নমুল মানুষ। আর, শীত জনিত রোগে হাসপাতালগুলোতে বাড়ছে শিশুরোগীর সংখ্যা। শৈত্য প্রবাহের সাথে কুয়াশার চাদরে মোড়া রাজধানীসহ সরাদেশ। চারদিন সূর্যের দেখা নেই।

দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা নেমে এসেছে সেলসিয়াসের হিসাবে এক অঙ্কের ঘরে। এমন শীতে নাকাল দেশবাসী। অগুন জ্বালিয়ে চলে শীত নিবারনের চেষ্টা। হিম পরিবেশে বিপাকে পড়েছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষ। এদিকে বেড়েছে ঠান্ডা ও ভাইরাসজনিতো রোগ। ঢাকা শিশু হাসপাতালে আসা রোগীদের অর্ধেকেরও বেশি শীতজনিত রোগী।

আবহাওয়া অফিস বলছে, রোববার দুপুরের পর সুর্যের দেখা মিললেও, সোমবার থেকে উষ্ণতা পাবে এ অঞ্চলের মানুষ। ঢাকাসহ দেশের কোনো কোনো অঞ্চলে আজ রোববার তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও বরিশালে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে রাজশাহী, রংপুরে তাপমাত্রা আরও কমেছে। আর চট্টগ্রাম ও খুলনায় তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Back to top button