হলুদ কার্ড দেয়ায় খেলোয়াড়-দর্শকের হাতে প্রাণ হারালেন রেফারি
ফুটবলে লাল বা হলুদ কার্ড দেখানোয় খেলোয়াড় ও দর্শকের আক্রমণের শিকার হন রেফারি। গ্রামীণ ফুটবলে এমনটা প্রায়ই দেখা যায়। কিন্তু এবার উত্তর আমেরিকার এল সালভাদরের এক ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। যেখানে খেলোয়াড় ও দর্শকের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক রেফারি। বিষয়টি দেশটির ফুটবল ফেডারেশন একটি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে।
প্রাণ হারানো রেফারির নাম জোসে আর্নলদো আমায়া (৬৩)। তিনি ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন রেফারি ছিলেন।
গত সপ্তাহে দেশটির টোলুকা স্টেডিয়ামে অপেশাদার লিগের ম্যাচে ঘটনাটি ঘটে। রেফারি আমায়া একজন ফুটবলারকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখালে খেলোয়াড়টি রেফারিকে আক্রমণ করেন। এরপর সতীর্থ ও সমর্থকেরাও চড়াও হলে গুরুতর আহত হন আমায়া। পরে দ্রুত তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরও রেফারিকে বাঁচানো যায়নি।
এল সালভাদরের ফুটবল ফেডারেশন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। আমায়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফেডারেশন সভাপতি হুগো ক্যারিয় বলেছেন, ‘যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসা হোক।’