জাতীয়

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে শেষ হাসি রিফাতের

টানা দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) আরফানুল হক রিফাত।

আজ বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

ফলাফলে রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

এ ছাড়া অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাশেদুল ইসলাম ৩ হাজার ৪০, হরিণ প্রতীক নিয়ে কামরুল আহসান বাবুল ২ হাজার ৩২৯ ভোট পেয়েছেন।

আর ভোট পড়েছে ৫৮ দশমিক সাত চার শতাংশ।

নির্বাচনে মোট দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৬৪। যা মোট ভোটের ৫৮.৭৪ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৭৪৫, অবৈধ (বাতিলকৃত) ভোটের সংখ্যা ৩১৯।

এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ১০৫টি কেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button