জাতীয়

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

শনিবার (১১ জুন) সন্ধ্যায় সিলেটের খাদিমনগর এফআইভিডিবি’র যেহীন আহমদ মিলনায়তনে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি, যেহীন আহমদ শিক্ষা পুরস্কার, এফআইভিডিবি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সে সময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা হবে, যেখানে থাকবে না দারিদ্র। যেখানে ধনী গরিবের মধ্যে থাকবে না কোন বৈষম্য, অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যসেবা থাকবে এ প্রত্যাশায় আছি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ায় আহবান জানিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে তোমরা এই সময়কে পড়াশোনায় কাজে লাগাতে হবে। প্রত্যেককে এক একটি নক্ষত্র হতে হবে। যেমনটি ছিলেন এফআইভিডিবি’র যেহীন আহমদ, স্যার ফজলে হাসান আবেদ।

তিনি আরো বলেন, এফআইভিডিবি জন্ম লগ্ন থেকে দারিদ্র্য বিমোচনে, শিক্ষাক্ষেত্রে ও দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

এফআইভিডিবি’র নির্বাহী পর্ষদের সভাপতি মোহাম্মদ সাফওয়ান চৌধুরীর সভাপতিত্বে, সমন্বয়ক নজরুল ইসলাম মনজুরের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি’র বর্তমান নির্বাহী পরিচালক বজলে মোস্তাফা রাজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান, এফআইভিডিবি’র নির্বাহী পর্ষদের সদস্য অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন।

এছাড়াও উপস্থিত ছিলেন-এফআইভিডিবি’র সমন্বিত আর্থিক সেবা কর্মসূচির পরিচালক রুহেল কবির ও অন্যান্য পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।

বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২১: এফআইভিডিবি উন্নত ও সমৃদ্ধ জাতিগঠন, সহস্রাব্দ উন্নয়ন অভিষ্ঠ লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে অসচ্ছল পরিবারের মেধাবী স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যা ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২১’ নামে অভিহিত হবে।

এই বৃত্তির আওতায় সরকারি মেডিক্যাল কলেজের ৩ জনকে পাঁচ বছর এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে চার বছর ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২১’ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। তাদের উচ্চ শিক্ষা অর্জনের ধারা গতিশীল রাখতে মাসিক ৫ হাজার টাকা হারে সর্বমোট ১৩ লাখ ৮০ হাজার টাকার ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২১’ প্রদান করা হবে।

যেহীন আহমদ শিক্ষাবৃত্তি: এফআইভিডিবি-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম যেহীন আহমদের স্মৃতি রক্ষার্থে এফআইভিডিবি ‘যেহীন আহমদ শিক্ষা বৃত্তি’ প্রবর্তন করেছে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী মেয়ে-শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এই বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তির জন্য ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর গরীব ও মেধাবী মেয়ে-শিক্ষার্থী যারা এসএসসি/সমমান পরীক্ষায় ভাল ফলাফল করবে, তাদের থেকে বাছাই করে একজনকে এককালীন ২৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

এফআইভিডিবি শিক্ষাবৃত্তি: এফআইভিডিবি ১৯৮০ সাল থেকে প্রত্যন্ত এলাকায় সুবিধা বঞ্চিত মায়েদের স্বাস্থ্যসেবা, তাদের সম্মানজনক ও নিরাপদ স্বাভাবিক প্রসব এবং নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে আসছে। এই লক্ষ্যে দেশে মিডওয়াইফারিদের চাহিদার কথা বিবেচনা করে ২ জন মিডওয়াইফারি শিক্ষার্থীকে শতভাগ, ৫ জনকে ৫০ শতাংশ, ৫ জনকে ৪০ শতাংশ ও ২৩ জনকে ৩০ শতাংশ করে মোট ৩৫ জন শিক্ষার্থীকে ৩ বছরে সর্বমোট ২০ লাখ ১০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button