জাতীয়

আদর্শিক দল বলেই ষড়যন্ত্র করেও আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি: শেখ হাসিনা

নীতি ও আদর্শে অটল থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে বঙ্গবন্ধু কণ্যা বলেছেন, আওয়ামী লীগকে শেষ করে দেয়ার ষড়যন্ত্র হলেও আদর্শের সংগঠন হওয়ায় সেই ষড়যন্ত্র সফল হয়নি। মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি তৃণমূল থেকে দল শক্তিশালী করারও তাগিদ দিয়েছেন শেখ হাসিনা।

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক দলটির ২১ তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রথম অধিবেশনের আনুষ্ঠানিকতা।

বক্তব্যে দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাধারণ সম্পাদকদের কথা স্মরণ করেন আওয়ামীলীগ সভাপতি।
বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের মর্মকথা তুলে ধরে নেতাকর্মীদের নীতি আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতি রাখার আহবান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ওপর বারবার আঘাত আসে। আওয়ামী লীগকে বারবার শেষ করে দেওয়ার আঘাত আসে। সবার আগে আঘাত আসে আওয়ামী লীগের ওপর। জাতির পিতার হাতে গড়া আদর্শভিত্তিক সংগঠন বলে কেউ একে ধ্বংস করতে পারেনি।’
স্কুলজীবন থেকেই নিজে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘রাজনীতি আমার জন্য নতুন কিছু ছিল না। স্কুল থেকে রাজনীতি করতাম। দেয়াল টপকে যেতাম মিছিলে, আন্দোলনে যোগ দিতাম। কলেজ জীবনে রাজনীতিতে যুক্ত ছিলাম। কলেজে ছাত্রলীগ গড়ে তোলা, কলেজে সহ-সভাপতি নির্বাচিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় আন্দোলন করেছি। কিন্তু কখনও ভাবিনি এত বড় সংগঠনের গুরুদায়িত্ব আমাকে নিতে হবে, নিতে পারব।’

স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় বসানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। চাকরি দেওয়া হয়েছে। দল করার সুযোগ করে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধের বিচার বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। আমাদের লক্ষ্য, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। আমি জেলোয় জেলায় গিয়ে সংগঠন শক্তিশালী করেছি। এখন আওয়ামী লীগ সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন।’’
১ দশকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের আগামীর লক্ষ্য পূরণ ও বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘‘আমরা তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দিতে পেরেছি। যাদের ঘর বাড়ি নেই, তাদের ঘর তৈরি করে দিয়েছি। খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, আমরা এখন পুষ্টি ‍ও চিকিৎসা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-‘১ উৎক্ষেপণ করেছি।’’

স্থলসীমান্ত চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পরে আমরা শান্তপূর্ণভাবে ছিটিমহল বিনিময় করি। পার্বত্য শান্তি চুক্তি করি। দেশকে উন্নত করতে চাইলে শান্তি দরকার।’’

শেখ হাসিনা বলেন, ‘আমরা জাতির পিতার নীতিমালা নিয়ে এগিয়ে যাচ্ছি বলেই আমাদের ৮-এর ওপরে জিড়িপি।’
বিএনপি জামাত জোটের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, দেশের উন্নয়নে একমাত্র আওয়ামী লীগই ভূমিকা রেখে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি বিএনপি-জামায়াত জোট স্বাধীনতাবিরোধী, আল শামস, আলবদর, রাজাকাদের নিয়ে এই দেশে অগ্নিসন্ত্রাস করেছে। প্রায় ৫০০ মানুষ তাদের অগ্নিসন্ত্রাসে মারা গেছে। অনেকেই আহত হয়েছে।’
২০১৫ সালে বিএনপি নিজেরা নির্বাচনে যায়নি উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘২০০৮ সালের নির্বাচন দেখুন। ওই নির্বাচনে তারা ২৯ সিটি পেয়েছিল। এ জন্য পরে একটি নির্বাচন বয়কট করে আরেকটি একটি নির্বাচনে মনোনয়নবাণিজ্য করে।’ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ কাজ করে যাবে বলেও অঙ্গীকার ছিলো প্রধানমন্ত্রীর বক্তব্যে।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ভাষা, স্বাধীনতা, সোনার বাংলা দিয়েছে আওয়ামী লীগ। সোনার বাংলা গড়াই আমাদের লক্ষ্য।’ বাংলাদেশের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button