ভূরাজনীতি

পদ্মা সেতু দিয়ে স্বর্গে যাবো: ফখরুল

পদ্মা সেতু প্রকল্পের দুর্নীত ঢাকতে ঘোষিত বাজেটে লুণ্ঠনকারীদের সাহায্য করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,‘সরকার পদ্মা সেতু নির্মাণ করেছে সাড়ে আট হাজার কোটি টাকার প্রোজেক্ট, ত্রিশ হাজার কোটি টাকার পর্যায়ে নিয়েছে। বাকি সব টাকা চুরি করেছে। আমরা যখন ছাত্র ছিলাম, রাজপথে স্লোগান দিতাম…। তখন ১০ টাকা তেলের দাম বাড়লে বিরাট দাম বেড়ে যেত। তখন আমরা বলতাম ১০ টাকার তেল খেয়ে স্বর্গে যাবো। এখন বলতে চাই, ওই ব্রিজের টোল দিয়ে এবং পদ্মা ব্রিজ দিয়ে স্বর্গে যাবো।

শুক্রবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল,আজকের সরকার অনির্বাচিত সরকার। সরকার গতকাল বাজেট ঘোষণা দিয়েছে। এই বাজেট জনগণের জন্য নয়। এই সরকার জনগণের শত্রু। এই বাজেট জনগণের গণশত্রু হিসেবে ঘোষণা হয়েছে। যারা টাকা চুরি করলো, ডাকাতি করলো, লুণ্ঠন করলো তারা ৭ শতাংশ ট্যাক্স দিয়ে টাকা দেশে ফেরত আনতে পারবেন। এবং কেউ প্রশ্ন করতে পারবে না। হাইকোর্ট থেকেও প্রশ্ন করা যাবে না। যারা বাজেট দিলো তারা কি সাধারণ মানুষের সরকার নাকি লুটেরা চোর ডাকাতদের সরকার?

তিনি বলেন ,শিল্প কারখানায় যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসের দামও বাড়বে। এভাবে প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি রাতারাতি বাড়তে থাকবে। আজকের বাজেট পাস করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থাৎ পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেট এর  জন্য বাড়ানো হয়েছে। সরকার সাধারণ জনগণের পাশে অতীতেও ছিল না বর্তমান জনগণকে নিয়ে চিন্তাভাবনা করে না।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী জনগণের ভোটের প্রধানমন্ত্রী। আজ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না । অন্যায়ভাবে তাকে বন্দী করে রাখছে। মিথ্যা মামলায় অসংখ্যা নেতাকে গ্রেফতার করে রাখছে। শেখ হাসিনার কবল থেকে আমাদের অবশ্যই মুক্তি পেতে হবে। আর এই মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারকে পছন্দ করে নাই।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের বলছি এখনো সময় আছে পদত্যাগ করুন। এমন এক সময় আসবে আপনারাপালানোর সময় পাইবেন না।

Related Articles

Leave a Reply

Back to top button