রাজনীতি

আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম সম্মেলন শুরু হয়েছে। সভামঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল থেকই সভামঞ্চ শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা।

আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভামঞ্চে আসার সাথে সাথেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তাল হয় সোহরাওয়ার্দী উদ্যান। পরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করা হয় দলীয় পতাকা। এরপর সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকাল থেকেই দলে দলে সম্মেলনস্থলে আসতে থাকেন কাউন্সিলর ও ডেলিগেটরা। শুক্রবার ভোর থেকে তারা সম্মেলন স্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের নির্ধারিত প্রবেশ পথসহ আশপাশে অবস্থান নেন।

সকাল পৌনে ১১টার দিকে প্রবেশ পথ খুলে দেওয়া হয়। কাউন্সিলর ডেলিগেটদের নিরাপত্তা তল্লাশির পর ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়। ভোর হতেই দেশের বিভিন্ন স্থান থেকে কাউন্সিলরসহ দলের নেতাকর্মীরা দলে দলে এসে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে জড়ো হতে থাকেন।

নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনের প্রবেশপথ ও আশপাশ এলাকা জমজমাট হয়ে ওঠে। সম্মেলনকে ঘিরে ওই এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্মেলনের স্লোগান ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’।

সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকালে সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর শুরু হবে রূদ্ধ দ্বার কাউন্সিল। এই কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button