রাজনীতি

আওয়ামী লীগের সম্মেলন কাল, কে হচ্ছেন সাধারণ সম্পাদক?

ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন কাল। ২১তম কাউন্সিলে কে হচ্ছেন দলটির সাধারণ সম্পাদক- রাজনৈতিক মহলে এখন এই আলোচনা। ওবায়দুল কাদের কি আবারো সাধারণ সম্পাদক থাকছেন, না কি পরিবর্তন আসছে? আলোচনায় আছে প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য আজমত উল্লা খানের নাম।

২১তম জাতীয় কাউন্সিল। ঐতিহাসিক সোহর্ওায়ার্দী উদ্যানে পদ্মাসেতুর নিচে নৌকার আদলে তৈরি হয়েছে মঞ্চ।
সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কে হচ্ছেন সাধারণ সম্পাদক? এই আলোচনাও চলছে জোরেশোরে।

বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামতো আছেই। আরো বেশ কিছু নাম এসেছে আলোচনায়। এরমধ্যে আছেন প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক. প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কেন্দ্রীয় সদস্য আজমত উল্লাহ খানের নামও উচ্চারিত হচ্ছে বেশ জোরেশেরে।
ড. হাছান মাহমুদ জানালেন, দলের সভাপতি ও কাউন্সিল যাকে চাইবে তিনিই সাধারণ সম্পাদক হবেন।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাদের আশা, সংগঠনের অন্য পদে স্বচ্ছ ভাবমূর্তির নেতারা আসবেন।

তিনি আরো জানান, দলের নেতৃত্বে যারাই আসুক, প্রধানমন্ত্রীর নেতুত্বে উন্নত বাংলাদেশ গড়াই হবে লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Back to top button