ক্ষোভের মুখে রাজাকার তালিকা স্থগিত, যাচাই বাছাই শেষে ২৬ মার্চ প্রকাশ
নাগরিকদের ক্ষোভের মুখে শেষপর্যন্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশ হওয়া রাজাকারের তালিকা স্থগিত করা হয়েছে। যাচাই–বাছাই করে পরে নতুন তালিকা প্রকাশ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজাকারের তালিকা নিয়ে অভিযোগ ওঠায় সেই তালিকা স্থগিত করা হয়েছে। যাচাই–বাছাই করে নতুন তালিকা করা হবে। এতে আরো বলা হয়, স্বাধীনতার স্পক্ষের শক্তির মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেজন্য রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি ও স্বাধীনতাবিরোধীদের প্রকাশিত তালিকা স্থগিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বিজ্ঞপ্তিতে মন্ত্রী জানান, ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তালিকা যাচাই বাছাই করে সংশোধনের নির্দেশনা দিয়েছেন। কি প্রক্রিয়ায় দ্রুততম সময়ে দেশব্যাপী যাচাই বাছাই সম্পন্ন করে প্রকৃত তালিকা প্রকাশ করা যায় সে ব্যাপারে বিভিন্ন মহলের সাথে আলোচনা প্রয়োজন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ তালিকা প্রকাশের প্রচেষ্টা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানান মন্ত্রী।
গত ১৫ ডিসেম্বর ‘একাত্তরের রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধী তালিকা প্রকাশ—প্রথম পর্ব’ শিরোনামে ১০ হাজার ৭৮৯ জনের নামের এই তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকা প্রকাশের পর দেখা যায়, অনেক মুক্তিযোদ্ধার নাম এ তালিকায় রয়েছে। আবার কুখ্যাত অনেক রাজাকারের নাম নেই এ তালিকায়। বিষয়টি নিয়ে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে।