খেলা

করোনায় আক্রান্ত সাকিব, খেলবেন না প্রথম টেস্টে

দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে দেশে ফিরেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।  কিন্তু ফিরেই পেলেন দু:সংবাদ। যা ক্রিকেট প্রেমীদের জন্যও দু:সংবাদ। দেশে এসে করোনা পরীক্ষা করেই জানতে পেলেন, করোনায় আক্রান্ত তিনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।

বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিব সকালে দেশে ফিরার পর নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট তার করোনা পজিটিভ এসেছে।

আগামী ১৫ মে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট সাকিব আল হাসান খেলতে পারবেন কি না জানতে চাইলে মনজুর হোসেন বলেন, আপাতত কোনো সুযোগ নেই। কারণ আমাদের কোভিড প্রোটোকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থাকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।

Related Articles

Leave a Reply

Back to top button