বিনোদনসাহিত্য ও বিনোদন

দীর্ঘ এক যুগ পর এলো জেমসের নতুন গান ‘আই লাভ ইউ’

ভক্ত আর সঙ্গীত অনুরাগীদের অপেক্ষার পালার অবসান ঘটিয়ে দীর্ঘ এক যুগ পর চাঁদরাতে নিজের নতুন গান এলেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল খ্যাত জেমস।

২ মে সোমবার চাঁদরাতে প্রকাশ হলো ‘আই লাভ ইউ’ শিরোনামের এই গানটি। যার সুর জেমসেরই করা। কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। বসুন্ধরা গুঁড়া মসলা নিবেদিত এই গানটির মিউজিক পরিচালনা করেছেন জেমস।

গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নতুন এই গানের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে গানের প্রকাশনা বসুন্ধরা ডিজিটালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জেমস। অনুষ্ঠানে কথা বলেন দীর্ঘ বিরতির পর মৌলিক গানে ফেরা প্রসঙ্গে।

উক্ত অনুষ্ঠানে জেমস বলেন, ‘আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। বলেছে, আপনার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা করতে পারেন। এটা একজন শিল্পীর জন্য অনেক সম্মানের এবং ভালো দিক। বসুন্ধরার অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে। এ জন্যই গান করছি। অন্য কোনো কারণ নেই।’

কেবল একটি নয়, ঈদের পর আরও কয়েকটি গানও প্রকাশ হবে বলে জানান জেমস। এরপর সবগুলো গান একসঙ্গে অ্যালবাম আকারে প্রকাশিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button