রাজনীতি

দেশের বাইরে গেলেন হাজি সেলিম

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম দেশ ছেড়েছেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই মামলায় আওয়ামী লীগের এই এমপির ঈদের পর বিচারিক আদালতে আত্মসমর্পণের কথা ছিল।

জানা গেছে, সেলিম থাইল্যান্ডের ব্যাংককে পাড়ি জমিয়েছেন।

হাজী সেলিমের বড় ছেলে সোলাইমান সেলিম রোববার একটি টেলিভিশন চ্যানেলের প্রশ্নের জবাবে স্বীকার করেছেন তার বাবা এখন দেশের বাইরে।

আরো জানা গেছে, আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত শেষে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডের ব্যাংককে পাড়ি জমিয়েছেন। দুই-তিনদিনের মধ্যেই দেশে ফিরবেন। এরপর আইনজীবীদের সঙ্গে কথা বলে নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন। সূত্র: ঢাকা পোস্ট।

Related Articles

Leave a Reply

Back to top button