জাতীয়প্রবাসে

ডেপুটি স্পিকার সুস্থ হয়ে উঠছেন

নিউইয়র্কের একটি হসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া সুস্থ হয়ে উঠছেন এবং দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন।

নিউইয়র্ক স্থানীয় সময় শনিবার ডেপুটি স্পিকারকে হাসপাতালে যান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা, মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান। তিনি জানান ডেপুটি স্পিকার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এর আগে বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল) রাত ১১টার দিকে ফেসবুক ও বিভিন্ন সামাজিকমাধ্যম থেকে গুজব ছড়ানো হয় ফজলে রাব্বী মিয়া মারা গেছেন। এ নিয়ে আলোচনার ঝড় উঠলে ডেপুটি স্পিকারের মেয়ে বুবলি লাইভে এসে বাবার সঙ্গে কথা বলেন।

এদিকে ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানান, ‌‌’স্যার ভালো আছেন সুস্থ আছেন।’ যারা তাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button