আন্তর্জাতিককরোনা

করোনায় আক্রান্ত আইএমএফ প্রধান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে মুখপাত্র গেরি রাইস জানিয়েছেন, আইএমএফ প্রধান করোনা আক্রান্ত হয়েছেন, তবে তার মৃদু উপসর্গ রয়েছে। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে থেকে কাজ করছেন তিনি।

এর আগে কংগ্রেসের অনেক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবশেষ গত মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও করোনা ভাইরাসে আক্রান্ত হন।

বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৭৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২০ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button