আন্তর্জাতিক

কাবুলে নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ১০

আফগানিস্তানের রাজধানী কাবুলে, নামাজের সময় এক মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত দশ জন নিহত। এ ঘটনায় এবং আরও ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে ঘটনাস্থলে উপস্থিত থাকা এক ব্যক্তির বরাত দিয়ে জানায়, নামাজের সময় ব্যাপক বিস্ফোরণে মসজিদ লণ্ডভণ্ড হয়ে যায়। বিস্ফোরণে তার হাত ও পায়ের পাতা পুড়ে গেছে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাব্বির জানিয়েছেন, তিনি বিস্ফোরণের পর মানুষকে অ্যাম্বুলেন্স ভর্তি করে নিয়ে যেতে দেখেছেন। তিনি বলেন, বিস্ফোরণ খুবই জোরালো ছিল, ভেবেছিলাম কানের পর্দা ফেটে গেছে।

কাছের হাসপাতালের নাম

এ ঘটনায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বিসমুল্লাহ হাবিব জানিয়েছেন, স্থানীয় সময় বেলা দুইটার দিকে পশ্চিম কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় এখনও কেও দায় স্বীকার করেনি।

Related Articles

Leave a Reply

Back to top button