খেলা

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

ঈদের আগ মুহূর্তে বারতি খুশি মিললো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার ২৭ বছর বয়সী তাসকিন আহমেদের। কন্যা সন্তানের বাবা হলেন তিনি। আজ (২৯ এপ্রিল) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে পিতা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন তাসকিন।

শুক্রবার রাত ৫ টা ২০ মিনিটে পোস্টটিতে তাসকিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

খবরটি জানার পর থেকেই ফেসবুক পোস্টে তাসকিনকে অভিনন্দন জানাচ্ছেন সমর্থকরা।

তাসকিন-সৈয়দ রাবেয়া নাঈমা দম্পত্তির এটি দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৮ সালে পুত্র সন্তানের পিতা হন এই টাইগার গতি তারকা। প্রথম সন্তানের নাম রাখেন তাশফিন আহমেদ।

তাসকিন দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন ২০১৭ সালের ৩১ অক্টোবর। ৫ বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় সন্তানের পিতা-মাতা হলেন তাসকিন-নাঈমা।

Related Articles

Leave a Reply

Back to top button