খেলা

সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় সাকিব

এবার আইসিসির সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় তৃতীয় স্থানে ক্রিকেটার সাকিব আল হাসান।

বুধবার (২৭ এপ্রিল) সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করে আইসিসি।

তালিকা অনুযায়ী, ৫৫৭ রেটিং পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছেন অস্ট্রেলিার শেন ওয়াটসন। দ্বিতীয় স্থানে থাকা শহীদ আফ্রিদির রেটিং পয়েন্ট ৪১২। আর ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাকিব। ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। পঞ্চম স্থানে থাকা ভারতের যুবরাজ সিংয়ের রেটিং পয়েন্ট ৩৬৩।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বর্তমানে সাকিবের অবস্থান দুইয়ে। ২৭৬ রেটিং নিয়ে সবার ওপরে আফগানিস্তানের মোহাম্মদ নবি। আর সাকিবের পরের স্থানগুলোতে আছেন, মঈন আলি, নামিবিয়ার জনাথন স্মিথ, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন, সংযুক্ত আরব আমিরাতের রোহান মুস্তাফা।

দেশের হয়ে সাকিব আল হাসান এখন পর্যন্ত ৯৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১ হাজার ৯০৮ রানের পাশাপাশি বল হাতে তিনি শিকার করেছেন ১১৯ উইকেট। বাংলাদেশিদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের পরেই সাকিবের সবচেয়ে বেশি রান। রিয়াদ ১০৭ ম্যাচে করেছেন ২ হাজার ২ রান।

Related Articles

Leave a Reply

Back to top button