বিনোদনসাহিত্য ও বিনোদন

সুবাহকে তালাক দিলেন ইলিয়াস

গায়ক ইলিয়াস হোসাইন, অবশেষে নায়িকা সুবাহকে তালাক দিলেন।

গণমাধ্যমকে এ খবরটি নিশ্চিত করেছেন ইলিয়াস নিজেই।

ইলিয়াস জানান,গত ১৩ মার্চ সুবাহকে তালাকের নোটিশ পাঠান তিনি। বলেন, ‘তার (সুবাহ) জীবন নিয়ে সে ভালো থাকুক, আমারটা নিয়ে আমি। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’

২০২১ সালের ১ ডিসেম্বর ভালোবেসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন তারা। এর কয়েক দিন পর সেটা প্রকাশ্যে আনেন। কিন্তু সুখবর প্রকাশ্যে আসার সঙ্গে উন্মোচিত হয় নানান বিতর্ক। এক মাসের মাথায় তাদের দাম্পত্যে ফাটল ধরে।

বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে ইলিয়াসের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন সুবাহ। এমনকি ইলিয়াসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ইলিয়াস প্রথমে চুপ থাকলেও এবার পদক্ষেপ নিয়েছেন। তিনি গত ১৭ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সুবাহর বিরুদ্ধে মামলা করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button