রাজনীতি

বিএনপির সাবেক মন্ত্রী এম এ মান্নান আর নেই

বিএনপি ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

এর আগে, গতকাল ২৭ এপ্রিল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। তারপর তাকে রাতেই লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকাকালে ২০১৫ সালে বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। তারপর ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন এম এ মান্নান।

Related Articles

Leave a Reply

Back to top button