রাজনীতি

বিএনপির ‘জাতীয় সরকারের’ সমালোচনায় কাদের

বিএনপির জাতীয় সরকারের দাবির কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির জাতীয় সরকার লেজেগোবরে ছিলো গতবার, এবারও জাতীয় সরকার কি হবে তা তাদের রাজনীতি দেখেই বুঝা যায়।

বৃহস্পতিবার ২৮ (এপ্রিল) বনানী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের জন্মদিন উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম প্রতিদিনই বলেন আওয়ামী লীগ দেশ ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে। তার মুখে শুধু ধ্বংসের বাণী। তিনি শুধু ধ্বংসের কথাই জানেন। কারণ তারা নিজেরা ক্ষমতায় থাকতে ধ্বংসই করে গেছেন। এখন তারা বুঝিয়ে দিচ্ছে তারা এখনো ধ্বংসই চায়। আসলে নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেরা নিজেদের ধ্বংস করছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাড জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, এস এম কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button