রুম্পার শরীরে ধর্ষণের আলামত নেই, শ্বাসরোধে চিনা নাগরিক হত্যা
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। আর বানীনীতে চায়না নাগরিককে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।
গেল ৪ ডিসেম্বর রাতে রাজধানীর সিদ্ধেশ্বরীর সার্কুলার রোড থেকে অজ্ঞাত মরদেহ হিসাবে রুবাইয়াত শারমিন রুম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহালে রুম্পার শরীরে আঘাতের চিহ্ন পায় পুলিশ।
পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠায় পুলিশ। পরদিন তার পরিচয় পায় পুলিশ। নিহত রুম্পা একজন পুলিশ কর্মকর্তার মেয়ে।
রুম্পার মরদেহ ময়না তদন্তের জন্য তিনটি পরীক্ষার করা হচ্ছে। এর মধ্যে রায়োলজিক্যাল টেস্টের রিপোর্টে তার শরীরে ধর্ষনের আলামত পাওয়া যায়নি বলে জানান ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান।
এদিকে ১১ ডিসেম্বর রাজধানীর বনানীর ‘এ’ ব্লকের ২৩ নম্বর সড়কের একটি বাড়ি থেকে চীনা নাগরিক গাউজিয়া হুই এর মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করে পুলিশ।
পরে সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে গাউজিয়া হুইকে শ্বাসরোধ করে মারা হয়েছে।
আরো কিছু পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে বলে জানান ডাক্তার সোহেল মাহমুদ।