করোনাজাতীয়

দেশে করোনা সংক্রমণ বাড়তে পারে যেকোনো সময়: স্বাস্থ্যমন্ত্রী

যেকোনো সময় করোনার সংক্রমণ বাড়তে পারে, তাইও সবাইকে সবাইকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, করোনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউ আমরা দেখেছি। চতুর্থ ঢেউ যে আসবে না, তা কিন্তু কেউ বলতে পারে না।’ তিনি বলেন, মানুষ একেবারেই স্বাস্থ্যবিধি মানছে না।

করোনায় মৃত্যু ও সংক্রমণের হার আমাদের দেশে এখন শূন্যের কোটায়। আর এটা ধরে রাখতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকলকে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

আগামীতে বুস্টার ডোজের ক্যাম্পেইন চালু করা হবে জানিয়ে, যারা এখনও করোনার টিকা নেয়নি তাদেরকে টিকা নেওয়ার জন্য আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Related Articles

Leave a Reply

Back to top button