আন্তর্জাতিক

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর অনুমতি দিল লন্ডন আদালত

বিচার ব্যবস্থার মুখোমুখি হতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আমেরিকায় ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে লন্ডনের ম্যাজিস্ট্রেট আদালত।

এখন এ বিষয়টি ব্রিটিশ সরকারের অনুমতির প্রয়োজন। সরকার অনুমতি দিলে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হবে অ্যাসাঞ্জকে।

আর যুক্তরাষ্ট্রে যাওয়া মাত্র তার বিরুদ্ধে গুপ্তচরগিরির অভিযোগে বিচার করা হবে।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এখন আদালতের অনুমতিটি অনুমোদন দিলে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।

তবে এর আগে আরেকবার আদালতের এ সিদ্ধান্ত ও অনুমোদনের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ।

আমেরিকার নেতৃত্বে ইরাক ও আফগানিস্তানে হওয়া সঙ্ঘাত সংক্রান্ত পাঁচ লাখ গোপন সামরিক ফাইল ফাঁস করার অভিযোগ উঠেছিল জুলিয়ানের বিরুদ্ধে। এই কারণে আমেরিকাতে তাকে অপরাধীও ঘোষণা করা হয়।

আমেরিকা না ফিরলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলেও মনে করা হচ্ছে। সূত্র: সিএনএন

Related Articles

Leave a Reply

Back to top button