বিনোদন

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন ডিপজল

চলতি বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদ জয়ী হন জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে পদটি থেকে সরে পদত্যাগ করছেন তিনি। বিষয়টি ডিপজল নিজেই নিশ্চিত করেছেন।

কারন হিসেবে তিনি জানিয়েছেন, আগামী ২১ মে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল। তাই শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী অন্য সংগঠনের নির্বাচনে অংশ নেওয়ার আগে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।

ডিপজল জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্রে বলা আছে, সমিতির কোনো পূর্ণ সদস্য চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্য কোনো সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য হলে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের পদ হারাবেন। তাই পদত্যাগ করছেন তিনি।

এরই মধ্যে প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডিপজল।

Related Articles

Leave a Reply

Back to top button