জাতীয়লিড স্টোরি

ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার স্থাপনে মোদীকে শেখ হাসিনার অভিনন্দন

ভারতের গুজরাটের জামনগরে নতুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার স্থাপনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে আস্থা প্রকাশ করেছেন যে, ভারতে স্থাপিত এই কেন্দ্র গ্লোবাল ট্র্যাডিশনাল হেলথ কেয়ারের জন্য একটি প্রমাণভিত্তিক কেন্দ্রস্থল হিসেবে আবির্ভূত হবে এবং ভারত-বাংলাদেশ যৌথ চিকিৎসা গবেষণার পথ উন্মুক্ত করবে।

তিনি কোভিড-১৯ এর বিরুদ্ধে ভারতের লড়াই এবং টিকাদানের ব্যাপ্তির প্রশংসা করেন। বাংলাদেশ যে একইভাবে কোভিড মহামারিকে সফলভাবে কাটিয়ে উঠেছিল তা তুলে ধরেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button