মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
রাজধানীর নিউমার্কেট এলাকায়, মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়েছে। প্রায় ২ ঘন্টার পর রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে, রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে, এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। পরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
তবে সংঘর্ষের সূত্রপাত কী নিয়ে জানতে চাইলে এসি শরীফ বলেন, সংঘর্ষের কারণ নিয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।
দফায় দফায় চলা এ সংঘর্ষে পুরো এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করে। বন্ধ হয় যায় যান চলাচল।
এদিকে, এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, সে বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি পুলিশ।