আন্তর্জাতিক

ইউক্রেনে পশ্চিমা অস্ত্রবাহী প্লেন ভূপাতিত করার দাবি মস্কোর

পশ্চিমা অস্ত্র বহনকারী ইউক্রেনের একটি সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। [ সূত্র : বিবিসি ]

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওডেসা শহরের বাইরে এ হামলা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি। আর বিবিসির পক্ষ থেকে স্বাধীনভাবে রাশিয়ার দাবিও যাচাই করা সম্ভব হয়নি।

জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ দাবি, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমান ইউনিটগুলো ইউক্রেনের কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। রুশ বিমানবাহিনী উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের ১৬টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। ওই ১৬টি সামরিক স্থাপনার মধ্যে ওডেসা অঞ্চলের পোভস্তানস্কো গ্রামে ইউক্রেনের সামরিক যানের ১১টি সংরক্ষণাগারও রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button