রাজনীতি

মুজিবনগর দিবসে অসাম্প্রদায়িক চেতনাকে আরও সুসংহত করতে হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিবনগর দিবসে আমাদের শপথ হবে, ঐতিহাসিক মুজিবনগর দিবসে অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করা।

ওবায়দুল কাদের বলেন, আজ বঙ্গবন্ধু নেই। অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে আরও সুসংহত করবো, এটাই আজকে আমাদের প্রত্যয়।

রোববার (১৮ এপ্রিল) সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। এটা আমাদের মীমাংসিত বিষয়। আমাদের এই ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতদিন পর বিতর্ক করা সমীচীন নয়। আজকে ১৭ই এপ্রিল যারা পালন করে না, ৭ই মার্চ যারা পালন করে না, ৭ই জুন যারা পালন করে না। তারা সতিক্যারের মুক্তিযোদ্ধা নয়। তারা হচ্ছে ছদ্মবেশী, বর্ণচোরা মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই বিজয়কে আরও সুসংহত করতে হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button