খেলা

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে রাজপথে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটাররা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় নেমেছেন বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ও সানাথ জয়সুরিয়া।

শুক্রবার রানাতুঙ্গা ও জয়সুরিয়ায় রাস্তায় নেমে বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এছাড়া তারা দুজন সাবেক ক্রিকেটারদেরও রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন।

কলম্বোতে রাজাপাকসের কার্যালয়ের বাইরে জমায়েতের উদ্দেশে রানাতুঙ্গা বলেন,‘ক্রিকেট দর্শকদের মাধ্যমে চলে। আমাদের ভক্তরা আজ রাস্তায় নেমেছে কারণ তারা আর কষ্ট সহ্য করতে পারছে না। অনুরাগীদের যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তখন আমাদের অবশ্যই তাদের পাশে থাকতে হবে। ক্রীড়া তারকাদের অবশ্যই প্রতিবাদে যোগ দিতে হবে।’

শ্রীলঙ্কায় ১৯৪৮ সালের পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে। দেশটিতে একদিকে রয়েছে নিত্যপ্রয়োজনী পণ্যের অভাব এবং অন্যদিকে রয়েছে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট। খবর: এনডিটিভি

Related Articles

Leave a Reply

Back to top button