বিবিধ

মুজিব পরিবারের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিতঃ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেনঃ “মুজিব পরিবারের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশ স্বাধীনতা পেয়েছে আর দেশ উন্নয়ন পাচ্ছে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে”। ১১ ডিসেম্বর বুধবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল(ডিএসইসি) কর্তৃক আয়োজিত উক্ত কাউন্সিলের সিনিয়র সদস্য ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ব্যক্তি উন্নয়নের মাধ্যমেই দেশকে উন্নত করা সম্ভব। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ যেমন শিল্পায়িত হচ্ছে সেখানে আমাদের নতুন প্রজন্মকে সঠিকভাবে যুগোপযোগি দক্ষতা অর্জন করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প রয়েছে এবং গ্রামে অনেক উন্নয়নমূলক কাজ চলছে আর ঢাকার তুলনায় গ্রামে গেলেই অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জনাব ওমর ফারুক বলেন, সাংবাদিক পেশার ভবিষ্যৎ এর জন্য বেতন, নিয়োগসহ একটা নির্দিষ্ট কাঠামোর ব্যবস্থা করতে হবে। নবম সংবাদপত্র মজুরী বোর্ড বাস্তবায়ন নিয়ে নোয়াব সদস্যের আচরণ হতাশাব্যঞ্জক।

বিশেষ অতিথির বক্তব্যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন মুজিব বর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে সাংবাদিকদের অবদান নিয়ে একটি সংকলন প্রকাশের জন্য সাংবাদিকদের স্ব স্ব ঘটনা লিখে পাঠানোর জন্য আহ্বান জানান।

ডিএসইসি এর সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কাউন্সিলের প্রতিবন্ধকতা ও গুরুত্ব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আবু সাঈদ খান,উপসম্পাদক, দৈনিক সমকাল, কাদের গনি চৌধুরী,সভাপতি,ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

Related Articles

Leave a Reply

Back to top button