মায়ানমারের চার সেনা কর্মকর্তা উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত
রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মিয়ানমারের সেনা কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে। এ ঘটনায় নতুন করে দেশটির চার সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠক শেষে সাংবাদিকদের মিলার বলেন, যুক্তরাষ্ট্র গতকাল (মঙ্গলবার) মিয়ানমারের চার সেনা কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকেও আমরা অবহিত করেছি।
‘মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে রাখাইন থেকে পালিয়ে গত দুইবছরে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। অনেকেই সেখানে মানবাধিকার লংঘেনের শিকার হয়েছেন। সে কারণে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’