খেলা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০ দল

এবছর ২০২২ এর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে ১২টি দল। গত বছর ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ১২টি দলই অংশ নিয়েছিলো।

কিন্তু নতুন খবর হচ্ছে, আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি।

রবিবার (১০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, পরবর্তী বিশ্বকাপ ২০২৪ আসরে দল সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি। আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে।

এর মধ্যে সরাসরি খেলবে ডজনখানেক দল। তাদের মধ্যে রয়েছে দুই আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র এবং র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দুই দল। এছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দলও সরাসরি সুযোগ পাবে। অবশিষ্ট ৮টি দলকে বাছাইপর্ব খেলে আসতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button