জাতীয়

এনআইডি ছাড়া মিলবে না লঞ্চের টিকিট

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ঈদ উপলক্ষে লঞ্চের টিকিট কাটতে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি।

রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’ শীর্ষক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্যই, ঈদুল ফিতরে লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি জমা দিতে হবে। আর যাদের এনআইডি কার্ড নেই তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সার্টিফিকেট লাগবে।

তিনি বলেন, ঈদের পাঁচদিন আগে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ঈদের পরে স্থায়ীভাবে এটা করা হবে।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ঈদের পাঁচদিন আগে ও পাঁচদিন পর পর্যন্ত মালবাহী লঞ্চ চলবে না। রাতে স্পিডবোট চলবে না। দিনে মালবাহী নৌযান চলবে না।

Related Articles

Leave a Reply

Back to top button