আন্তর্জাতিক

ভারতের প্রশংসায় ইমরান, চলে যাওয়ার পরামর্শ নওয়াজকন্যার

ভারতের প্রশংসা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সে দেশটিতেই চলে যাওয়ার পরামর্শ দিলেন বিরোধীদলীয় নেত্রী মরিয়ম নওয়াজ শরিফ। খবর: জিও টিভি।

শনিবার তিনি বলেছেন, যদি তিনি এত বেশিই ভালোবাসেন, তাহলে তার প্রতিবেশী দেশটিতে চলে যাওয়া উচিত।

শুক্রবার (৮ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

টেলিভিশনে প্রচারিত সেই ভাষণে ইমরান খান বলেন, আমি ভারতকে অন্যদের চেয়ে বেশি চিনি। সেখানে আমার বন্ধু রয়েছে এবং আমি খুবই দুঃখিত যে, আরএসএসের কারণে এবং কাশ্মীরে তারা যা করে সে জন্য তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। ভারতীয়রা খুবই আত্মমর্যাদাবোধ সম্পন্ন। কেউ তাদের নির্দেশ দিতে পারে না।

এর আগে, সম্প্রতি খাইবার পাখতুনখাওয়ার এক উন্মুক্ত জনসমাবেশে ভারত ও ভারতীয় প্রধানমন্ত্রী প্রসঙ্গে ইতিবাচক কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ করা ছিল‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জাতীয় পরিষদ পুনর্গঠন এবং স্পিকারকে অধিবেশন ডাকার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া রিভিউ পিটিশন খারিজ করে শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে বলে রায় দেন আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button