জাতীয়লিড স্টোরিশিক্ষা

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর

তিনটি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া, এবারের বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। 

এরপর যথাক্রমে ১০ ও ১৭ সেপ্টম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপাচার্য পরিষদ।

শুক্রবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ নূর বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার উপাচার্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

সেখানে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আজকের সভায় ভর্তি পরীক্ষার শুধু সময় নির্ধারণ করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ একাডেমিক কাউন্সিলের সভা করে পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে।

তবে গুচ্ছ সাত কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা এর বাইরে আয়োজন করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সভায় দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button