খেলা

পাঁচ হাজার রান ক্লাবের দ্বার প্রান্তে মুশফিক, তামিম

আগামীকাল পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ।

এই টেস্টের আগে বড় ফরম্যাটের ক্রিকেটে ৫ হাজার রানের দ্বারপ্রান্তে বাংলাদেশের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এজন্য মুশফিকের দরকার ১২০ ও তামিমের প্রয়োজন ২১২ রান।

২০০৫ সালে টেস্ট অভিষেকের পর ৭৯ ম্যাচের ১৪৬ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে ৪৮৮০ রান করেছেন মুশফিক। দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি।

৬৪ ম্যাচের ১২৩ ইনিংসে ৪৭৮৮ রান করে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তামিমের। তার ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে। পাঁচ হাজার রানের ক্লাবের অপেক্ষায় ২০০৮ সালে অভিষেক হওয়া তামিমও।

হঠাৎ পেটের ব্যাথায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি তামিম। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলার সম্ভাবনা অনেক বেশি তামিমের। তাই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২১২ রান করতে পারলেই, ৫ হাজার রাানের ক্লাবে প্রবেশ করতে তামিম।

Related Articles

Leave a Reply

Back to top button