রাজনীতি

খালেদা জিয়া-তারেক রহমান আমাদের নেতা: মির্জা ফখরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্পষ্ট করে বলতে চাই আমাদের নেতা দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান। ’

শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিএনপির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা কমিটির উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এর আগে বৃহস্পতিবার ( ৩১মার্চ) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘বিএনপির নেতারা নানা ভাগে বিভক্ত। বিএনপির নেত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান দুর্নীতির দায়ে অভিযুক্ত। তাদের দলে নেই কোনো গঠনতন্ত্রের বালাই। তারা আজ নানাভাবে বিভক্ত। বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে?’

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি (ওবায়দুল কাদের) এসব বক্তব্য রাখছেন প্রতিদিন। ক্ষমতাসীনরা স্বাধীনতার ভ্রান্ত ইতিহাস প্রচার করছে। বলা হচ্ছে যে, একজন ব্যক্তি ও একটি দল ছাড়া কেউই এই স্বাধীনতা যুদ্ধে কৃতিত্ব দাবি করতে পারে না। অথচ সত্য কথা হচ্ছে এই স্বাধীনতার জন্য এ দেশের মানুষ সেই ব্রিটিশ আমল থেকে আন্দোলন, সংগ্রাম করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে শুরুটা, মুক্তিযুদ্ধের যে সূচনা সেটা যিনি করেছিলেন, যার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামসহ একেবারে সবার নাম মুছে দেওয়া হচ্ছে। ’

তিনি বলেন, তারা শেরে বাংলা একেএম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা একবারও উচ্চারণ করে না। এমনকি তাদের দলের যারা নয় মাস সরকার পরিচালনা করলো, যুদ্ধ পরিচালনা করলো তাদের কথা একবারও উচ্চারণ করে না। তারা উচ্চারণ করে না তাজউদ্দিন আহমেদ সাহেবের কথা, এমএজি ওসমানি সাহেবের কথা, সেক্টর কমান্ডার যারা যুদ্ধ করলেন তাদের কথা একবারও তারা উচ্চারণ করে না।

 

Related Articles

Leave a Reply

Back to top button