আন্তর্জাতিক
ইসরায়েলে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত
ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হয়েছেন। হামলায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ( ২৭ মার্চ) এ হামলার ঘটনা নিশ্চিত করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। [বিবিসি]
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারীদের একজন আরব-ইসরায়েলের নাগরিক। উত্তরের তেল আবিবের হাদেরার প্রধান সড়কে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই ব্যক্তি। পরে পুলিশও গুলি ছোড়ে। পুলিশের গুলিতে দুই বন্দুকধারীও নিহত হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, এ হামলা জঘন্য সন্ত্রাসী হামলা। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।