জাতীয়

মামলা ব্যবস্থাপনায় গতি আনতে চালু হবে ই-জুডিশিয়ারি: প্রধানমন্ত্রী

ন্যায়বিচার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে দায়িত্ব পালনের জন্যে বিচার বিভাগের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিচার বিভাগীয় সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন, মামলা ব্যবস্থাপনায় গতি আনতে চালু হবে ই-জুডিশিয়ারি কার্যক্রম। দেশের উচ্চ এবং নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩০ লাখের বেশি।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০০৮ থেকে ১৮ সাল পর্যন্ত ৮ বছওে উচ্চ আদালতে মামলা ছিলো ৭ লাখ ৬৯ হাজার ৭৫ টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৬শ ৪৬টি। আর এ সময়ের মদ্যে নিম্ন আদালতে ১ কোটি ৩০ লাখ ৬১ হাজার মামলা দায়ের হয়। নিষ্পত্তির সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৯১ হাজার ৬শ ৯০।

এই মামলা জট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, যুক্তিসংগত কারণ ছাড়াই শুনানি মুলতবি না করা ও আদালতের পূর্ণকর্মদিবস ব্যবহার করতে বিচারকদের তাগিদ দেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এমন আহবানের মধ্যদিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন উদ্বোধন করেন তিনি। সম্মেলনের প্রতিপাদ্য শান্তি ও উন্নয়নে ন্যায় বিচার। বক্তব্যে মামলা জট নিরসন ও নিরপেক্ষ বিচারের মধ্য দিয়ে জনগনের আস্থা অর্জনের দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দেশে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় রাখার আহবান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খুনিদের রাষ্ট্রীয়ভাবে পুরষ্কৃত করা হয়েছিল। খুনিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছিল। হত্যাকারীদের নানাভাবে মদদ দেওয়া হয়েছিল। হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি বিল জারি করা হয়। আমরা যারা ভুক্তভোগী ছিলাম আমাদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ ছিল না। সেই সময় দেশে বিচারের বাণী নিভৃতে কাঁদে এমন অবস্থা ছিল। স্বজন হারানোর বেদনা নিয়ে আর কেউ বছরের পর বছর অতিবাহিত করুক আমরা তা চাই না। রাষ্ট্রপতির এখতিয়ারের আ্ওতায় থাকা বিষয়ে আদালতের আদেশ যথাযথ নয় বলে উল্লেখ করেন সরকার প্রধান। বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে একটি আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী

Related Articles

Leave a Reply

Back to top button