আন্তর্জাতিক
অবসরভাতা কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স
অবসরভাতা কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স
ফ্রান্সে সরকারি অবসরভাতা কমানোর প্রতিবাদে করা বিক্ষোাভে বিভিন্ন স্থানে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আটক করা হয়েছে ৭০ জনকে।
কর্মবিরতি পালন করছে পুলিশ, আইনজীবী, হাসপাতাল কর্মী, স্কুল ও পরিবহন কর্মীসহ ৮ লাখেরও বেশি মানুষ। বন্ধ হয়ে পড়ে রেল ও মেট্রো চলাচল। বাতিল হয় শতাধিক ফ্লাইট।
বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্টান। দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এ কর্মবিরতিতে বিভিন্ন স্থানে মিছিল হয়েছে। বেশ কয়েকটি স্থানে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।