আন্তর্জাতিক

রুশ অভিযানের প্রতিবাদে জার্মানির রাস্তায় লাখো মানুষ

ইউক্রেনে রুশ অভিযানের প্রতিবাদ জানাতে জার্মানির রাজধানী বার্লিন শহরে এক বিশাল বিক্ষোভ মিছিলে এক লাখের বেশি লোক সমবেত হয়েছে। [ বিবিসি ]

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেট থেকে ভিক্টরিকলাম পর্যন্ত দীর্ঘ রাজপথ লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। সেখানে এখনো অনেক মানুষ আসছে। বিক্ষোভকারীরা বলছেন, তিন কিলোমিটার দূরের আলেকজান্ড্রাপ্লাৎজ পর্যন্ত পুরো এলাকাটাই মানুষে ভরে যাবে।

এদিকে, জার্মানি এই যুদ্ধে ইউক্রেনকে ১০০০ ট্যাংকধ্বংসী অস্ত্র এবং ৫০০ স্টিংগার ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করার কথা জানিয়েছে।

জার্মানির চান্সেলার ওলাফ শোলৎজ দেশটির সামরিক নীতিতে বড় ধরনের এক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি পার্লামেন্টে এক জরুরি অধিবেশনে বলেছেন, এ বছর সরকার সামরিক সরঞ্জামের জন্য ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ বিনিয়োগ করবে।

জার্মানির চান্সেলার বলেছেন, এখন থেকে জার্মানির বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের দুই শতাংশের বেশি প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button