বিনোদনসাহিত্য ও বিনোদন

শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর আসছেন বড় পর্দায়

বলিউড সুপারস্টার শ্রীদেবীর ছোটো মেয়ে খুশি কাপুর আসছেন বড় পর্দায়। যদিও বেশ কয়েক বছর ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে এবার বিষয়টি নিশ্চিত করেছেন খুশির বাবা ও বলিউডের নামকরা প্রযোজক বনি কাপুর। এই এপ্রিলেই শ্রীদেবীকন্যা ক্যামেরার সামনে দাঁড়াবেন বলেও জানান তিনি।

যদিও কোন সিনেমায় তার ছোট মেয়ে প্রথম অভিনয় করতে যাচ্ছেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বনি। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’খ্যাত পরিচালক জোয়া আখতারের সিনেমা দিয়ে বলিউডে পা রাখছেন খুশি কাপুর। এই নির্মাতা জনপ্রিয় কমিকস চরিত্র আর্চি এবং তার সাঙ্গপাঙ্গদের কাণ্ড পর্দায় নিয়ে আসছেন, আর এতেই নাকি প্রধান চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ-কন্যা সুহানা, শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে! তবে এসব এখনো শুধুই গুঞ্জন, কেউ এই নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

উল্লেখ্য, শ্রীদেবী ১৯৯৬ সালে বনি কাপুরকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে জাহ্নবী এবং খুশি। ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাথটাবে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী।

Related Articles

Leave a Reply

Back to top button