আন্তর্জাতিক

ইউক্রেনের তেল-গ্যাস স্থাপনায় রুশ হামলা

ইউক্রেনে সামরিক আগ্রাসনের চতুর্থ দিনে দেশটির তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা করেছে রুশ সেনাবাহিনী। পশ্চিমা মিত্রদের নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির মুখে স্থাপনাগুলো জ্বালিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। খবর বার্তা সংস্থা রয়টার্স।

রাজধানী কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ভাসিলকিভে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা করে রুশ বাহিনী। এর মধ্যে একটি মিসাইল শহরের একটি তেলের টার্মিনালে আঘাত হানে। মিসাইলের আঘাতে সেখানে আগুন লেগে যায় বলে জানিয়েছেন শহরের মেয়র নাটালিয়া বালাসিনোভিচ।

অনলাইনে পোস্ট করা বিভিন্ন ছবিতে দেখা যায়, আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া রাতের আকাশ ঢেকে দিচ্ছে।

উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ বাঁচাতে রুশ সেনাদের সঙ্গে প্রচণ্ড লড়াই হয় ইউক্রেনীয় বাহিনীর। রুশ সৈন্যরা শহরটির একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন উড়িয়ে দেয় বলে জানিয়েছে দেশটির একটি রাষ্ট্রায়ত্ব সংস্থা।

Related Articles

Leave a Reply

Back to top button