আন্তর্জাতিক

জার্মানির আকাশসীমায় প্রবেশ করতে পারবে না রাশিয়ার বিমান

জার্মানির আকাশসীমায় নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ার বিমান প্রবেশ । জার্মান ট্রান্সপোর্ট মন্ত্রণালয় সিএনএনকে জানিয়েছে, এই মুহূর্তে বিধিনিষেধ প্রস্তুত করা হচ্ছে।

এ ছাড়া, স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) জার্মান বিমান সংস্থা লুফথানসার একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের যুদ্ধের কারণে অবিলম্বে রাশিয়ার আকাশসীমা এড়াবে জার্মানি।

বিমান সংস্থাটি বলেছে, তারা রাশিয়ান গন্তব্যে আর বিমান পরিচালনা করবে না। শনিবার থেকে আগামী সাত দিনের জন্য রাশিয়ায় যাওয়া এবং আসা সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। রাশিয়ার আকাশসীমায় থাকা ফ্লাইটগুলো অল্প সময়ের মধ্যেই ছেড়ে যাবে।

সিএনএন-কে পাঠানো এক সংবাদ বিবৃতিতে লুফথানসা বলেছে, আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

এছাড়াও বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে রাশিয়াকে বাদ দিতে সম্মত হয়েছে জার্মানি ও তার পশ্চিমা মিত্ররা। একই সঙ্গে ধনী রাশিয়ানদের গোল্ডেন পাসপোর্টও সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে তৃতীয় দফা নিষেধাজ্ঞা নির্ধারণ করার প্রক্রিয়া চলছে। স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জার্মান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ইতালি এবং ইউরোপীয় কমিশন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে একমত হয়েছে। রাশিয়ার আগ্রাসন রুখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক সক্ষমতা সীমিত করা জরুরি।

Related Articles

Leave a Reply

Back to top button