খেলা

এসএ গেমসের নারী ক্রিকেটে দুই সেঞ্চুরির রেকর্ডে ফাইনালে বাংলাদেশ

ফারজানা ও নিগারের জোড়া সেঞ্চুরিতে মালদ্বীপকে ২৪৯ রানে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে উঠেছে টাইগ্রেসরা।

দক্ষিণ এশিয়ান গেমস (এসএ) দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যাত্রা শুরু করেছে মালদ্বীপের মেয়েরা। অন্যদিকে বাংলাদেশের মেয়েরা নিয়মিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা দল।
আগে ব্যাট করে ফারজানা ও নিগারের জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৫ রান তোলে বাংলাদেশ।

রানের চাপে পিষ্ঠ মালদ্বীপের মেয়েরা তাড়া করতে নেমে লড়াই করা দূরে থাক দাঁড়াতেই পারেনি। শুধু যাওয়া আসার মিছিল। অলআউট হয়েছে মাত্র ৬ রানে! তবে বাংলাদেশের মেয়েরা মালদ্বীপকে এত কম রানে অলআউট করতে বেশ সময়ই নিয়েছে। ১২.১ ওভার পর্যন্ত খেলেছে মালদ্বীপের মেয়েরা।

বাংলাদেশের রিতু মনি প্রথম ওভারেই ৩ উইকেট নেন। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট পেলেও হ্যাটট্রিকের মুখ দেখেননি তিনি। এরপর নিজের দ্বিতীয় ওভারেও আরও ২টি উইকেটের দেখা পান রিতু। পরের ওভারে অধিনায়ক সালমা খাতুন নেন আরও ২ উইকেট। ৩টি করে উইকেট নিয়েছেন রিতু ও সালমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button