বিনোদুনিয়া

শপথ নিলেন নায়ক ইমন

চিত্রনায়ক ইমন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শপথ নিয়েছেন।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পী সমিতির পাশে ২ নাম্বার ফ্লোরের সামনে, সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন তাকে শপথ পড়ান। এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির অমিত হাসান, জেসমিন, নাদের খান ও আজাদ খান।

শপথ নিয়ে ইমন গণমাধ্যমকে জানান, শুটিং থাকার কারণে শপথ নিতে দেরি হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল সবার সঙ্গে শপথ নেব। কিন্তু ভোটের পরই আমি সিনেমার শুটিংয়ে চলে গিয়েছিলাম।’

এ সময় ইমন আরো বলেন, ‘কাঞ্চন ভাইয়ের মত মানুষ আমাদের সভাপতি। সুতরাং যত দেরি করবেন তত লস হবে। তাই যারা নির্বাচিত হয়েছেন তাদের দ্রুত শপথ নেওয়ার অনুরোধ করছি।’

এর আগে শিল্পী সমিতির কমিটিতে ছিলেন ইমন। মিশা-জায়েদ পরিষদ থেকে পরপর দুইবার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।

এবার প্যানেল পরিবর্তন করে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করেছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button