জাতীয়

রোজায় এক কোটি পরিবার সাশ্রয়ী দামে খাদ্যপণ্য পাবে: বাণিজ্যমন্ত্রী

রমজানকে সামনে রেখে এক কোটি হতদরিদ্র পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্যপণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে রমজান মাসে এক কোটি হতদরিদ্র পরিবারকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা দেওয়া হবে। ’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, এক কোটি পরিবারকে সেই ব্যবস্থায় আনতে। আমরা সরকারিভাবে চেষ্টা করছি রমজানকে সামনে রেখে এক কোটি পরিবারকে পেঁয়াজ, তেল, ডাল, চিনি এ ধরনের পণ্য সাশ্রয়ী দামে দেবো। আগে যেভাবে টাকাটা দেওয়া হয়েছে সেই লিস্ট তো আছে। প্রতিটি ইউনিয়নে টিসিবির মাধ্যমে ওপেনিং করা হবে সেখান থেকে তারা কালেক্ট করে দেবে। যে চারটা পণ্য আমরা দেই সেটার সঙ্গে রমজান মাসে খেজুর ও ছোলা যোগ হবে। ’

সয়াবিন তেলের দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ভোজ্য তেলের দাম আমরা বাড়িয়েছি। কারণ ৯০ শতাংশ তেল আমরা ইমপোর্ট করি। আন্তর্জাতিক বাজারে সেই ভোজ্য তেলের দাম বেড়েছে। কন্টেইনার ভাড়া বেড়েছে এর সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আমরা ঠিক না করে দিই তাহলে তো ব্যবসায়ীরা তেল আনবেই না। ’

তেলের দাম কমানো হবে কি না, এম প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম না কমলে ব্যবসায়ীদের চাপ দিয়ে লাভ নেই।  উল্লেখ করে বাণিজ্যমন্ত্রি বলেন, ‘ব্যবসায়ীদের চাপ দিয়ে তো লাভ হবে না।

Related Articles

Leave a Reply

Back to top button