রাজনীতি

মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু ১০ জানুয়ারি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন বা ক্ষণগণনা শুরু হবে ৮ জানুয়ারির পরিবর্তে ১০ জানুয়ারি (২০২০) থেকে।
বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উদযাপন কমিটির সমন্বয়ক কামাল চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী মাসের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকেই কাউন্টডাউন শুরু হবে। কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্টডাউন বা ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করবেন।
এর আগে গত ৩১ অক্টোবর উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন বা ক্ষণগণনা শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। আজ আগের সিদ্ধান্ত বদল করে ১০ জানুয়ারি কাউন্টডাউন বা ক্ষণগণনার কথা ঘোষণা করো হলো।

Related Articles

Leave a Reply

Back to top button